“” মহাবীর ” – সুরাইয়া পারভীন লিলি

হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর, তোমার নেএিত্বে পেয়েছি আমরা সোনার বাংলার নীড়। হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর। হে মহাবীর — তুমি জন্মেছিলে এই বাংলায় করেছিলে মোদের ধন্য, তোমার নেএিত্বে আমরা আজ ও অটল তাই তো হয়নি আর কেউ পাকিস্তানি হানাদারদের পণ্য। হে মহাবীর — তুমি ছিলা অলৌকিক এক তীর, তুমি জন্মেছিলে বলেই — আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমও্বের দেশ, তুমি জন্মেছিলে বলেই — আমরা স্বাধীন ভাবে বলছি কথা তাইতো আছি বেশ। তুমি জন্মেছিলে বলেই — আমরা পেয়েছি বাঙালি জাতীর, প্রতিক — লাল সবুজে একটি … Continue reading “” মহাবীর ” – সুরাইয়া পারভীন লিলি